আল-ইহসান ক্যাডেট মাদ্রাসা

Al-Ihsan Cadet Madrasah

স্থাপিত: ২০০৮ ইং

ব্রেকিং নিউজ
প্রধান শিক্ষক এর বাণী

প্রিয় শিক্ষার্থী , অভিভাবক ও শুভাকাঙ্খী , আসসালামু আলাইকুম। আল-ইহসান উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  শিক্ষাই জাতির মেরুদন্ড।  শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না।  তাই জাতিকে উন্নত করতে ইতিবাচক , গুণগত , জ্ঞান নির্ভর , যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই। আল-ইহসান উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের মধ্যে একটি বেতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।  শিক্ষকদের স্ব উদ্যোগে প্রণীত পাঠ পরিকল্পনা , একাডেমিক ক্যালেন্ডার , সমৃদ্ধ লাইব্রেরী , কম্পিউটার তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষা অর্জনের সকল সুযোগ সুবিধা রয়েছে।  আল-ইহসান উচ্চ বিদ্যালয়।  এখানে পাঠরত শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ বা সময় ব্যয় করে প্রাইভেট শিক্ষকের দ্বারস্থ হতে হবে না।  আমরা স্পষ্টভাবে  প্রতিশ্রুতি দিতে চাই আল-ইহসান উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা মুক্ত ও স্বচ্ছ চিন্তার অধিকারী হবে এবং একবিংশ শতাব্দীর চ্যলেঞ্জ মোকাবেলায় সচেষ্ট থাকবে।  এই প্রতিষ্ঠান এমনভাবে শিক্ষার্থী তৈরী করবে যারা শুধু জাতীয় পর্যায়ের নয় , আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্য বয়ে আনবে।  যাদের নিয়ে গর্ভে ভরে  উঠবে আমাদের প্রাণ , গর্বিত হবে আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।  পরিশেষে , প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা , পৃষ্ঠপোষকতা এবং আন্তরিকতা কামনা করছি।


প্রধান শিক্ষক নাম ঃ মুহাম্মদ আলাউদ্দিন